যৌন মিলনের সময় কত মিনিট হওয়া উচিত ? এই প্রশ্নটা সাধারনত আমাদের দেশের তরুণদের কাছ থেকেই বেশি এসে থাকে। আশা করি বিষয়ে আজ সকলেরই একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে, অন্তত যারা অববাহিত তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা এক সমীক্ষাতে জানিয়েছেন বেস্ট সেক্সুয়াল ইন্টারকোর্স -১৩ মিনিটের মধ্যে হয়৷ সমীক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছে সাধারণত মিনিটের সেক্স পর্যাপ্ত সময় হয়৷
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibP-YnRc8HNja2oGfmO_61yJ2c39xpx1SkDXdLl5NmLNLSxekXe-Cp9stE_0WbvznqXu8qm4CiXI1p1QoXzeDpVSaLK7DrhsfJVfFgFxUYAeSDYCjtQKFTevC_hAbRCr_O0QJGR3pepngi/s1600/sex_duration_normal_tme.jpg 

এই সমীক্ষা করা হয়েছিল পেনিট্রেটিব সেক্সের জন্য আদর্শ সময় কি এটা বার করার জন্য৷ আমেরিকা কানাডার লোকেদের উপর সমীক্ষাতে রায় পাওয়া গেছে -১৩ মিনিটের মত সময় সবচেয়ে বাঞ্ছনীয় হয়৷ সমীক্ষাতে আরও জানা গেছে ইন্টারকোর্স চলার সময় - মিনিট আদর্শ৷

সেক্সের জন্য এর থেকে কম সময়কে 'সবচেয়ে কম সময়' ১৩ মিনিটের অধিক সময়কে 'বেশি লম্বা' বলা হয়েছে৷ এই সমীক্ষা 'শান্ত স্বভাবের' জুড়ির পক্ষে আদর্শ যারা বুঝতে পারে স্বাস্থ্যকর সেক্স অনেকক্ষণ সময় ধরেই চলা উচিত৷

সমীক্ষক দলের আরও মন্তব্য পুরুষদের ক্ষেত্রে সেক্সের সময় পুরুষদের লিঙ্গ কঠোর, বড় হতে হবে এবং পুরো রাত যেন সেটা সেক্সুয়াল কার্যকারিতা জন্য তৈরী থাকতে পারে৷ এই সমীক্ষার ফলে যাদের সেক্স নিয়ে মনে ভয় অসুরক্ষা ভাবনা আছে তারা সাহায্য পাবে বলে জানানো হয়েছে৷

এই সমীক্ষাতে আরও জানা গেছে বেশিরভাগ অস্ট্রেলিয়ার পুরুষরা সেক্সের জন্য বেশিক্ষণ সময় চায় সেখানে অস্ট্রেলিয়ান মহিলাদের ক্ষেত্রে কিছু এসে যায় না সেক্সের সময় তাডাতাড়ি শেষ হল না দেরী হল৷ সাধারণত বেশিরভাগ মহিলারা -১৩ মিনিট পর্যন্ত চলা সময়টাতেই খুশী থাকে, সেখানে পুরুষদের ক্ষেত্রে এরকম কিছু থাকে না৷
19 Dec 2014

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top