মরা সবাই জানি CPU চালু করতে হলে পাওয়ার বাটন প্রেস করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়।সেক্ষেত্রে আমরা পাওয়ার বাটন পরিবর্তন করি। কিন্তু আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি। আসুন তাহলে জেনে নিই কীভাবে কাজটা করা যায়

·         # প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন ( কোন কোন কম্পিউটারে F2 বাটন ) চেপে Bios- প্রবেশ করুন
·         # Power Management Setup নির্বাচন করে Enter চাপুন
·         # এখন Power on my keyboard নির্বাচন করে Enter দিন
·         # Password নির্বাচন করে Enter দিন। Enter Password- আপনি যে সুইচ চেপে কম্পিউটার চালু করতে চান সেইটি Set করে নিন। তারপর থেকে আপনি সুইচটি প্রেস করলেই আপনার কম্পিউটার চালু হবে

*** কোন কোন মাদারোর্ড এটি সাপোর্ট নাও করতে পারে। তবে বেশীর ভাগ ক্ষেত্রেই এটি কার্যকরী ******
14 Dec 2014

1 মন্তব্য(গুলি):

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top