ভূমি
মালিকের জন্য ভূমি বা জমি জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয়। কোন ভূমি মালিক
যদি ভূমি জরিপ কর্মকান্ডকে অবহেলা করেন তাহলে তাকে চরম মূল্য দিতে হতে পারে। জমি
জরিপের সময় জমির মালিকানার ভিত্তি জমি রেকর্ড অর্থাৎ খতিয়ান তথা স্বত্বলিপি তৈরি
করা হয়। এই রেকর্ডে জমির খাজনা প্রদান, কোনো সংস্থা থেকে ঋণ গ্রহন, জমি বিক্রয়
ইত্যাদির ক্ষেএে এই খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।সাধারণত
কোনো এলাকা বা জমি জরিপ শুরু হওয়ার আগে ভূমি প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে অত্র
এলাকার জনগনকে অবহিত করেন। তারপর পূর্বে ঘোষিত নির্দিষ্ট তারিখ অনুযায়ী প্রসাশনের
কর্মচারিরা কিস্তোয়ারা অথবা খানাপুরী অথবা খানাপুরী কাম বুঝরতে কাজ শুরু করেন। কিস্তোয়ারের মাধ্যমে নকশা তৈরির পূর্বেই
ভূমি মালিকগন তাদের জমির নিজস্ব সীমানা নির্ধারন করে রাখবেন। এতে জমি জরিপের সময়
নিজে অথবা আপনার বিশ্বস্ত প্রতিনিধি জরিপ কর্মচারী তথা আমিনদের আপনারা জমির
নির্দিষ্ট সীমানা দেখিয়ে নকশা প্রস্তুততে সহায়তা করবেন। যখন খানাপুরি অথবা
খানাপুরি কাম বুঝরতে কাজ আমিন শুরু করবেন তখন ভূমি মালিকগন ভূমি মালিকানা
সংশ্লিষ্ট, সকল কাগজপত্র অর্থাৎ আগের রেকর্ডর পর্চা বা দলিল দস্তাবেজ নিয়ে মালিক
বা তার অভিজ্ঞ প্রতিনিধি মাঠে হাজির থেকে জরিপকারীর নিকট উপস্থাপন করে যথাযথভাবে
নাম রেকর্ড করে নিবেন। এ ক্ষেএে সাবেক রেকর্ডের যদি মৃত্যু হয় তাহলে তার
উত্তরাধিকারগন তাদের নাম ও ঠিকানা বর্ণনা করে নতুন করে নাম রেকর্ডভুক্ত করতে
আমিনকে সাহায্য করবেন।
Related Posts
ভূমি-স্বত্ব ও জমি জরিপের প্রয়োজনীয়তা
07 Jul 20150টিজমি জরিপ সম্বন্ধে আলোচনা করতে গেলে স্বভাবতই অঙ্গাঙ্গিভাবে চলে আসে ভূমি-স্বত্ব জনিত বিষয়গুলি।...Read more »
ভূমি হতে বেদখল হলে প্রতিকার পাবার পদ্ধতি
07 Jul 20150টিভূমি সংক্রান্ত জটিলতার অন্যতম একটি হলো ভূমির দখল বজায় রাখা। অসাধু দাঙ্গাটে প্রকৃতির লোকেরা প...Read more »
প্রতিষ্ঠানের নামে দলিল লেখার নিয়ম
07 Jul 20150টিপ্রতিষ্ঠানের নামে জমি দান বা ক্রয় করতে হলে তা সরাসরি প্রতিষ্ঠানের বরাবরে দলিল করতে হবে। ব্য...Read more »
প্রি-এমশনের অধিকার পাবার যোগ্যতা
07 Jul 20150টি৯৬ ধারার (১) উপধারা অনুযায়ী, কোন রায়তের হোল্ডিং এর কোন খন্ড বা অংশ হস্তান্তরিত ...Read more »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
http://www.matchfilipina.com
উত্তরমুছুন