হ্যা পুরুষের ন্যায় মহিলাদেরও স্বপ্নদোষ হয় যাহা উম্মে সালমা (রা:) কর্তৃক বর্নিত সহীহ হাদিস দ্বারা প্রমানিত ইমাম বুখারী (রহ:) সহ অনেক মুহাদ্দিসিনে কিরামগন তাদের কিতাবে ইহা উল্লেখ করেছেন তন্মধ্যে বুখারী শরীফের হাদিসটি নিম্নে প্রদত্ত হোলো:
হযরত উম্মে সালমা (রা:) থেকে বর্নিত , তিনি বলেনএকবার হযরত উম্মে সুলাইম বিনতে মিলহান (রা:) নবী করিম (সা:) এর দরবারে উপস্হিত হলেন
অত:পর বললেন হে আল্লাহর রসুল (সা:) সত্যের ব্যাপারে আল্লাহ তাআলা সংকোচ বোধ করেন না মহিলাদের যখন পুরুষদের মতো স্বপ্নে স্বপ্নদোষ হতে দেখে , তবে কি তাদের ওপর গোসল ফরজ ?

প্রতিউত্তরে রসুল (সা:) বললেন হ্যা যখন সে তরল পদার্থ বা পানি দেখে , তখন যেন সে গোসল করে নেয়
হযরত উম্মে সালমা (রা:) বলেন , আমি তাকে বললামউম্মে সুলাইম আপনি তো নারী জাতিকে অপমান করলেন
সুতরাং উক্ত হাদিস দ্বারা বুঝা গেলো পুরুষের ন্যায় মহিলাদেরও স্বপ্নদোষ হয় মহিলাদের স্বপ্নদোষ জানার উপায় হোলো দুটি যেটা ইমাম নববী (রহ:) স্পষ্টভাবে উল্লেখ করেছেন :

) যখন মহিলার বীর্যের গন্ধ পুরুষের বীর্যের গন্ধের ন্যায় হবে
) বীর্যপাতের সময় আনন্দ উপভোগ করা এবং বীর্যপাতের পর যৌন চাহিদা দুর্বল হয়ে পড়া
এদুটি উপায় থেকে কোনো একটি উপায় পাওয়া গেলে সকল ফুকাহায়ে কিরাম একমত যে তার ওপর গোসল ফরজ
তথ্যসূত্র :
১। বুখারী শরীফ ( ১ম খন্ড৯৩ পৃষ্ঠা , ২৮২ নং হাদিস )
২। তিরমিজী শরীফ ( ১ম খন্ড২০৯ পৃষ্ঠা , ১২২ নং হাদিস )
৩। মুসনাদে আহমদ ( ৬ম খন্ড৩৭৬ পৃষ্ঠা , ২৭১১৪ নং হাদিস )
৪। মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক ( ১ম খন্ড২৮৪ পৃষ্ঠা , ১০৯৬ নং হাদিস )
৫। মুসলিম শরীফ ( ১ম খন্ড২৫০ পৃষ্ঠা , ৩১০ নং হাদিস )
৬। বাদাউসসানায়ে ( ১ম খন্ড২৭৬ পৃষ্ঠা )
৭। ফতোয়ায়ে শামী ( ১ম খন্ড৫৯ পৃষ্ঠা )
৮। শরহে মুসলিম ( ৮ম খন্ড২১৪ পৃষ্ঠা )
উত্তর দিয়েছেন :
মুফতী রফিকুল ইসলাম
হাদিস এবং তফসীর বিভাগের প্রধান
ইসলামিক রিসার্চ সেন্টার
বসুন্ধরা , ঢাকা১২১২
বাংলাদেশ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top