অনেকে এমন ধরনের প্রশ্ন
করেন যে, যৌন মিলন
বা সহবাসকালের স্থায়িত্ব
কত সময়? প্রকৃতপক্ষে সহবাসের (sex )স্থায়িত্বের ধরাবাধা কোন নিয়ম
নাই।এই বিষয়ে বিভিন্ন গবেষণা থেকে
বিভিন্ন ধারণা পাওয়া গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞরা এই তথ্য
দিয়েছেন যে, বেস্ট সেক্সুয়াল
ইন্টারকোর্স ৭-১৩ মিনিটের
এর ভিতর হয়।সমীক্ষা বিশেষজ্ঞরা বলেছেণ ৩
মিনিটের সেক্স পর্যাপ্ত সময় হয়৷
এই গবেষণা করা হয়েছিল
পেনিট্রেটিব সেক্সের ক্ষেত্রে
আদর্শ সময় কি এটা
নির্ণয় করার জন্য৷ আবার
কানাডার ও আমেরিকা লোকেদের উপর গবেষণায়
রায় পাওয়া গেছে ৭-১৩ মিনিটের মত স্থায়ী
হয়।সমীক্ষাতে আরও বের হয়ে
এসেছে ইন্টারকোর্স চলার সময়
৩-৭ মিনিট আদর্শ৷
সহবাসের
ক্ষেত্রে ”৩”এর
থেকে কম
সময়কে ‘সবচেয়ে
কম সময়’
এবং ১৩
মিনিটের অধিক
সময়কে ‘বেশি
দীর্ঘ’ বলা
হয়েছে৷ তবে
‘শান্ত স্বভাবের’
দম্পতির ক্ষেত্রে
স্বাস্থ্যকর সহবাস
দীর্ঘ সময়
ধরেই চলা
উচিত৷
তবে
একথা সত্য
যে, মহিলাদের
ক্ষেত্রে ৩
থেকে ১৩
মিনিটই যথেষ্ট।
কিন্তু পুরুসদের
ক্ষেত্রে ধরাবাধা
নিয়ম নাই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন