শীতকালে
ত্শীবকে একটা
টান টান
ভাব আসে।
শীতকালের আবহাওয়া
শুষ্ক হওয়ার
কারণেই এই
সমস্যা।চারিদিকে শুষ্কভাব
থাকায় এই
সময়ে বাইরে
প্রচুর ধুলোবালি
থাকে যার
কারণে ত্বকে
অনেক ময়লা
জমে এবং
সঠিক উপায়ে
যত্ন না
নেয়ার কারণে
ত্বকে দেখা
দেয় বিভিন্ন
রকমের সমস্যা।
আর এই
সমস্যা থেকে
নিজের ত্বককে
সুরক্ষা পেতে
জেনে নিন
তিনটি সহজ
টিপস।চলুন শুরু
করা যাক।
বয়সের ছাপ দূর করার ৩টি ঘরোয়া পদ্ধতি
|
১।
ভালোকরে আমণ্ড
অয়েল ও
দুধের সর
একসাথে মিশিয়ে
ত্বকে কমপক্ষে
৫ মিনিট
ম্যাসেজ করুন।
এরপর হালকা
কুসুম গরম
পানি দিয়ে
ত্বক ভালোকরে
ধুয়ে ফেলুন।
২।শীতমানে
শুষ্কভাব।ত্বকে আসে
টান টান
ভাব। শীতের
এই বলিরেখা
হতে মুক্তি
পেতে মশুর
ডাল বাটার
সাথে খাটি
মধু মিশিয়ে
ত্বকে লাগান।
ত্বকের মসৃণতা
ও তারুণ্য
ধরে রাখতে
এই প্যাকটি
মাঝে মাঝে
ব্খুযবহার করুন
কারণ এ্ইট
খুবই উপকারী।
৩। একটি পাত্রে দুধ নিয়ে সারারাত কিশমিশ ও কাজু বাদাম ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ঐ মিশ্রণে মধু ও কর্ণফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। এরপর শসার রস দিয়ে মুখ মুছে ফেলুন। দেখবেন বয়সের ছাপ মুছে ফেলতে দারুণ কাজে দিচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.