নারী যৌনাঙ্গ
নারী লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ বলতে বোঝানো হয় প্রাণীর সেই লিঙ্গকে, যে নিজের শরীরে সন্তান ধারণ করে। নারীরা যৌন সঙ্গমের মাধ্যমে পুরুষদের শুক্রানু নিজ দেহে প্রবেশ করিয়ে সন্তান উৎপাদন করে। নারী যৌনাঙ্গের মধ্যে কয়েকটি অংশ দেহের বাইরে থাকে এবং কয়েকটি অংশ দেহের ভিতরে থাকে যা বাইরে থেকে দেখা যায় না। 
নারীদের তলপেটের ভিতরে দুপাশে দুটো ডিমের থলি আছে। এগুলোকে ডিম্বাশয় বা ওভারি বলে। নারীরা যখন বড় হয় তখন প্রত্যেক মাসে এই ডিমের থলিতে একটি করে ডিম পরিপক্ক হয়। দুই ওভারির মাঝখানে রয়েছে জরাযু বা বাচ্চাদানী। জরায়ুতেই মাসিকের রক্ত তৈরী হয় এবং এখানেই শিশু বড় হয়। জরায়ুর ওপরের দিকে দুপাশ খেকে দুটি নালী শুরু হয়ে ডিম্বাশয়ের কাছে গিয়ে শেষ হয়েছে। নালী দটিকে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্ববাহী নালী বলে। যখন ডিম্বথলিতে প্রতিমাসে ডিম পরিপক্ক হয় তখন তা এই নালী দিয়ে জরায়ুতে আসে। জরায়ুর নিচে নারীদের বাচ্চা হবার রাস্তা বা যোনীপথ রয়েছে। এটি জরায়ুর সাথে সংযুক্ত থাকে এবং নিচের দিকে ছোট একটি ছিদ্র হয়ে বাইরে এসে শেষ হয়েছে। যোনীপথ দিয়ে মাসিকের রক্ত বের হয়, পথেই যৌনমিলন হয় এবং পথ দিয়েই একটি শিশু মায়ের পেট থেকে বের হয়ে আসে। যদিও আজকাল পেট কেটেই শিশু জন্মগ্রহণ করানো হয়। যোনীপথ ছাড়াও আরো দুটি ছিদ্র রয়েছে। যোনীপথের সামনের ছিদ্রটি মূত্রনালী এবং পেছনের ছিদ্রটি মলনালী বা পায়ূপথ
. কামাদ্রিঃ নারীর যোনীর উপরে আছে কামাদ্রি। এটি মাংসল নরম একটি অংশ। কামাদ্রির জন্য়ই উভয়ের ঘর্ষনের ফলে যৌন আনন্দ হয় এবং প্রচুর ক্ষরন হয়। . বৃহৎ ভগোস্ঠঃ কামাদ্রির নিচের দিক দুই ভাগে ভাগ হয়েছে, যা যোনী মুত্রনালীকে ঘিরে রাখে। দুটিও বেশ মাংসল অংশ। এরা যোনিকে রক্ষা করে এবং মিলনে আনন্দ পেতে সাহায্য় করে।
. ক্ষুদ্র ভগোষ্ঠঃ এর দুটি অংশ বৃহৎ ভগোষ্ঠের ঠিক মাঝখানে অবস্থিত। তবে মৈথুনের ফলে দুটি আকারে বেড়ে যায়, এবং বাইরে বেরিয়ে আসে।
. ভগাঙ্কুরঃ ক্ষুদ্র ভগোষ্ঠ দুটি যেখানে শেষ হয়েছে, সেখানে এই কামাঙ্গ টি আছে। এটি হল পুরুষাঙ্গের বিকল্প, তাই এটি বেশি সংবেদনশীল হয়ে থাকে।
. মূত্রদ্বারঃ নারীর মুত্রপথ যোনীপথ আলাদা। এটি ভগাঙ্কুরের এক ইন্ঞি নিচে এবং যোনীমুখের একটু উপরে থাকে।
. যোনীদ্বারঃ যোনি নালীর প্রবেশ পথ হল যোনীদ্বার। সাধারনত কুমারী অবস্থায় এটি একটি পাতলা পর্দা দিয়ে ধাকা থাকে। যাকে বলে যৌন আবরণী/সতীচ্ছদ বা হাইমেন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top