আমরা যখন জানতে পারি কাউকে সাপে কামড় দিছে তখন আমরা অনেক ভীত হয়ে পড়ি। আপনি কি কখনও চিন্তা করেছেন, কাউকে সাপে কামড় দিলে তার জন্য তৎক্ষণাৎ কি করা প্রয়োজন। আসুন আজ আমরা সে সম্পর্কে জানব-
যা করা উচিৎ:
. সর্বপ্রথম এ্যাম্বুলেন্সকে খবর দিন এবং যত দ্রুত পারবেন ডাক্তারের নিকট নিয়ে যাবার চেষ্টা করুন।
. আক্রান্ত ব্যক্তিকে শান্তভাবে বসিয়ে রাখতে হবে। তার নাড়াচাড়া করার কারণে সারা শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে।
. কামড় দেয়া স্থানটি পরিস্কার করুন। তবে এক্ষেত্রে পানির ব্যবহার করবেন না।
. কামড়ানো স্থানে একটি পরিস্কার ভেজা কাপড় দিয়ে ড্রেসিং করে নিন।
. শরীরে কন জুয়েলারি রাখার প্রয়োজন নেই। নাড়াচাড়া করার পূর্বে সাপ যেখানে কামড় দিয়েছে সেখান থেকে একটু উপরে শক্ত করে কাপড় বেধে নিতে হবে।
যা করা উচিৎ নয়:

. আক্রান্ত স্থানে বরফের ব্যবহার করবেন না।
. আক্রান্ত স্থান কাটা বা সেখান থেকে বিষ বের করার চেষ্টা করবেন না।
. ঠাণ্ডা কোন কিছু ব্যবহার করা থেকে বিরত থাকুন।
. ডাক্তারের সাথে দেখা করার পূর্বে আপনি রোগীকে কোন কিছু করার পরামর্শ দিবেন না।
. পানি জাতীয় কোন কিছু পান করা থেকে রোগীকে বিরত রাখুন। কারন এতে দ্রুত শরীরে বিষ ছড়িয়ে পড়তে পারে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top