নারী-পুরুষের
বৈধ sex বা
শারীরিক মিলন
এমন একটি
বিষয় যা
মানুষকে আনন্দ
দেয়। শুধু
যে আনন্দই
দেয় তা
নয়, বিশেষজ্ঞদের
মতে, সেক্স
এর ফলে
মানসিক প্রশান্তিও
আসে। নারী
ও পুরুষ
যখন শারীরিক
সম্পর্কে আবদ্ধ
হন তখন
পুলকিত হয়ে
বিভিন্ন ধরনের
আনন্দময়ী বা
আবেদনময়ী শব্দ
করে। Sex এর
সময় বিশেষ
মুহূর্তে যেসব
শব্দ হয়
তা একে
অপরের মধ্যে
আরও বেশি
আবেগের সৃষ্টি
করে।
সম্প্রতি এক
গবেষণায় দেখা
গিয়েছে, শারীরিক মিলনের সময়
এমন মধুর
শব্দ শুধু
নারীরাই করতে
পারেন। পুরুষরা
যে শব্দ
করেন তা
নারীদের কাছে
‘কর্কশ’ মনে
হয়। নারীরা
পুরুষের এমন
শব্দে খুব
বেশি আলোড়িতও
হন না।
তবে নারীদের
শব্দ পুরুষদের
পাগল করে
তোলে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানী সুশান হাগ বলছেন, ‘সেক্সুয়াল সাউন্ড হচ্ছে এমন শব্দ যা জোরে শোনা যায় না, নিঃশ্বাসের সঙ্গে প্রবাহিত হয়। নারীদের এমন শব্দ পুরুষকে আন্দোলিত করে।’
তিনি আরও বলেন, ‘নারী ও পুরুষ তাদের মধ্যে যৌনমিলনের সময় অনেকসময় অবচেতনভাবেই শব্দ করেন। এটি তাদের আরও প্রশান্তি দেয়। তবে এমন শব্দ করতে পুরুষরা বেশি দক্ষ নন। এক্ষেত্রে নারীরাই বেশি পারদর্শী।’
মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানী সুশান হাগ বলছেন, ‘সেক্সুয়াল সাউন্ড হচ্ছে এমন শব্দ যা জোরে শোনা যায় না, নিঃশ্বাসের সঙ্গে প্রবাহিত হয়। নারীদের এমন শব্দ পুরুষকে আন্দোলিত করে।’
তিনি আরও বলেন, ‘নারী ও পুরুষ তাদের মধ্যে যৌনমিলনের সময় অনেকসময় অবচেতনভাবেই শব্দ করেন। এটি তাদের আরও প্রশান্তি দেয়। তবে এমন শব্দ করতে পুরুষরা বেশি দক্ষ নন। এক্ষেত্রে নারীরাই বেশি পারদর্শী।’
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন