অনেকক্ষেত্রে দেখা যায় যেsex যৌন মিলনকালে নারীদের প্রস্রাবের অনুভূতি হয়।কিছু কিছু নারী আছেন যারা এই বিষয় সম্পর্কে জানে না যার দুরন তারা ভয় পায় এবয় মনে করে হয়তো এটি কোন শারীরিক রোগ।তবে এটির পিছনে আসল যে বিষয়টি লুকিয়ে আছে সেটি সম্পর্কে জানেন না।চলুন সেই লুকায়িত বিষয়টি সম্পর্কে জেনে নিই
যৌন মিলনকালে কেন এমন হয় :
নারীদের যৌনাঙ্গের ভিতরে এমন একটি জায়গা রয়েছে যার নাম জিস্পট। যৌন মিলনকালে এই জিস্পটে চাপ পড়লে এমন মনে হয় যেপ্রস্রাব বের হবে।মূলত এটি প্রস্রাবের কোন রকম অনুভুতি নয় বরং জিস্পটের চাপের অনুভূত।প্রকৃতপক্ষে প্রস্রাব হওয়ার কোন আশঙ্খা থাকে না
শারীরিক কোনো সমস্যা কি না :
যৌন মিলনকালে জিস্পটে চাপের ফলে প্রস্রাবের অনুভূতি খুবই স্বাভাবিক একটি অনুভূতি।এটি আসলে শারীরিক কোনো সমস্যাই না। সুতরাং বিষয়টি নিয়ে চিন্তার কোনো কারণই নেই

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top