হারমিসের একবার ইচ্ছা হলো তিনি যাচাই করে দেখেন লোকে তাঁকে কতটা সমাদর করে। এই দেখতে তিনি মানুষ সেজে এক ভাস্করের কর্মশালায় গিয়ে হাজির হলেন। সেখানে একটা জিউসের মূর্তি তৈরি করা হয়েছে দেখে তিনি ভাস্করকে জিঙ্গাসা করলেন, এটার দাম কত?
ভাস্কর বললেন এক ড্রাকমা।
দাম শুনে হারমিস হেসে যেখানে হেয়ার মূর্তি তৈরি করা ছিল সেখানে গিয়ে বললেন,এটার দাম কত?
এর দাম ওটার চেয়ে বেশি উওর দিলেন ভাস্কর।
এরপর হারমিস দেখলেন একটু দূরে তাঁর নিজের মূর্তিও তৈরি করে রেখেছে ভাস্কর। হারমিস মনে মনে ভাবলেন তিনি যখন জিউসের দূত এবং লাভের দেবতা তখন মানুষের কাছে তাঁর কদর নিশ্চয় অনেক বেশি হবে। এরপর ভাস্করের কাছে যখন তিনি নিজের মূর্তির দাম জিঙ্গাসা করলেন তখন ভাস্কর বললেন, ও দুটো যদি আপনি কিনে নেন তাহলে এটা আপনাকে আমি ফ্রি দেব।


উপদেশ: নিজেকে যে বড়ো বলে বড়ো সেই নয় ( গোবিন্দ দে )

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top